Wellcome to National Portal
Main Comtent Skiped
WELCOME TO OFFICE OF THE DISTRICT CONTROLLER OF FOOD, BANDARBAN HILLS DISTRICT WEBPROTAL

সাম্প্রতিক কর্মকান্ড

ক) সারাদেশে ১.০৫ লক্ষ মে. টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার আওতাধীন বান্দরবান সদর এলএসডি’র অভ্যন্তরে ১টি ৫০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন মোট ১টি ৫০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণের কার্যক্রম রয়েছে।


খ) খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বান্দরবান পার্বত্য জেলায় ২১,৬৬৬টি কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১ম প্রান্তিক সেপ্টেম্বর-নভেম্বর এবং ২য় প্রান্তিকে মার্চ ও এপ্রিল মাসে কার্ড প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।


গ) ওএমএস কার্যক্রমের আওতায় বান্দরবান পার্বত্য জেলায় ৯জন ডিলারের মাধ্যমে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ৯.০০০ মে.টন চাল ও ৯.০০০ মে.টন আটা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতি কেজি চাল ৩০/- টাকা ও প্রতি কেজি আটা ২৪/- টাকা হিসেবে মাথা পিছু ৫কেজি চাল ও ৫কেজি আটা বিক্রয় কার্যক্রম চলছে।